বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ দেশব্যাপ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অভয়নগর থানা কমিটির উদ্যোগে ১৩৮তম ঐ‌তিহা‌সিক মহান ১ মে দিবস পালিত হয়েছে।


মোশারফ হোসেন, খুলনা, বাংলাদেশ : যশোরের অভয়নগরে  ১ মে সোমবার বিকাল ০৪ টায় লাল পতাকা মিছিল ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।  এবং  মিছিলটি নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া নৌযান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময়  পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল সাড়ে ৪ টায়  শ্রমিকনেতা নাজমুল হুসাইনের সঞ্চালনায়  শ্রমিকনেতা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি জননেতা হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি  বাহারুল ইসলাম (বাহার), বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সভাপতি  আশুতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নড়াইল জেলা সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ যশোর জেলার সভাপতি শাহরিয়ার আমির।

 আরও বক্তব‌্য রা‌খেন বাংলাদেশ জাহাজী শ্রমিক সংঘের সভাপতি  ইসমাইল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা সভাপতি কৃষকনেতা আবু বক্কার সরদার, সাধারণ সম্পাদক সেলিম জমাদ্দার, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন খুলনা শাখার যুগ্ম-সম্পাদক রুবেল মাস্টার, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন অভয়নগর থানা সাধারণ সম্পাদক রিপন আহম্মেদ গাজী, নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আল মামুন শেখ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post