বাংলাদেশের ঢাকায় মেট্রোতে দুষ্কৃতিদের পাথর নিক্ষেপ, ১০ লাখ টাকার ক্ষতি



বাংলাদেশ প্রতিনিধি : বাংলাদেশে মেট্রোরেলের একটি কোচ রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা-উত্তর স্টেশনে যাবার পথে ঢাকার কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।


গতকাল সোমবার রাতে মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের মামলাটি দায়ের করেন। এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে মেট্রোরেলের প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।


কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ওঙ্কার বাংলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পাথর নিক্ষেপে মেট্রোরেলের জানালার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post