বাংলাদেশ প্রতিনিধি : বাংলাদেশের অতি জনপ্রিয় একটি মুখ হল হিরো আলম। যিনি শুধু এপার বাংলাতেই নয় বরং ওপার বাংলাতেও নিজের ক্যারিশ্মার জেরে জনপ্রিয়তা অর্জন করেছেন। হিরো আলমের নামই যথেষ্ট।
এবার ফেসবুক, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ বেশকিছু সোসাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এই তারকার। বিষয়টি সমকাল বাংলাকে রাত দশটায় নিশ্চিত করেছেন হিরো আলম।
তার ভাষ্য মতে, বেশ কদিন ধরেই তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টগুলতো হামলা চালাচ্ছে হ্যাকারদের ঐ দলটি। তবে কি কারনে এ সাইবার হামলা চালাচ্ছে সেটি নিশ্চিত নন তিনি। আলমের ফেসবুক পেইজ ঝুলছে একটি পোস্ট। পোস্টে বলা হয়েছে মিয়া আস্কার নামের হ্যাকার এই হ্যাকটি করেছে। হ্যাকার ঐ পোস্টে দাবী করেছে আলমের ৯টি ফেসবুক পেইজ ইনস্টাগ্রাম একাউন্ট সহ সকল ব্যাক্তিগত অ্যাকাউন্ট তাদের দখলে।
এ বিষয়ে সমকাল বাংলাকে হিরো আলম বলেন, আমার ফেসবুক পেইজটি হঠাৎ করে হ্যাক করে ফেলে তারা (হ্যাকারদল)। এই দলটি বেশকিছুদিন ধরেই আমার পিছনে পরে আছে। একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে ভিডিও বানানোর কারনে তারা আমায় হুমকি-ধমকি দিচ্ছিলো ক'দিন আগে থেকে। যখনি আমি কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি তখনি এরকম কিছু চক্র আমার পিছনে লেগে যায়। যখন দেখছে শক্তি দিয়ে,গালি দিয়ে আমায় দমিয়ে রাখতে পারছে না তখন আমার সোসাল মিডিয়া অ্যাকাউন্টগুলো হ্যাক করে নিয়েছে।