সমকাল বাংলা অনলাইন ডেস্ক : 'দ্য কেরালা স্টোরি' সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৫ মে। সিনেমা মুক্তির আগেই বিতর্কের ঝড় উঠেছে বিভিন্ন মাধ্যমে।
সম্প্রতি 'দ্য কেরালা স্টোরি' সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। এই ট্রেলার প্রকাশের পরেই বিতর্ক শুরু হয়েছে সিনেমাটা নিয়ে। মূলত অভিযোগ উঠছে সিনেমাটায় তে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। ভারতে এ ধরনের সিনেমা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের ফলে সিনেমা নির্ণয়ের দ্বারা কিছুটা হলেও বেসামাল।
সিনেমাটির ট্রেলারে যে গল্প দেখানো হয়েছে তাতে কিছু মানুষের অভিযোগ কেরালা থেকে বত্রিশ হাজার নারী নিখোঁজ হয়ে যান যারা পরবর্তীতে জঙ্গিগোষ্ঠী আইসিসে যোগ দেন। এই সিনেমার মাধ্যমে সঙ্গ পরিবার কেরলের ধর্মনিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। কেরালায় কংগ্রেসের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এরকম এই অভিযোগ করছে। অন্যদিকে কেরালা সরকার এবং কংগ্রেসের পক্ষ থেকে সিনেমাটিকে কেরালা রাজ্যে নিষিদ্ধ করার দাবিও তুলেছে। কংগ্রেস নেতা শশী থারুর ও চুপ করে নেই। তিনি বলেন বাস্তবকে ভুল ভাবে ফুটিয়ে তোলা হচ্ছে । বাক স্বাধীনতার অপব্যবহার করা হচ্ছে।
দ্য কেরালা স্টোরির পরিচালকের অবশ্য ভিন্ন মত, তার দাবি সিনেমাতে কেরল কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোন প্রসঙ্গ নেই। তারা সিনেমাটি তৈরি করেছেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে। মাসের পর মাস এই বিষয়টি নিয়ে পড়াশোনার করার পরে সিনেমাটা তৈরি করেছেন। প্রথমদিকে প্রযোজক পেতেও সমস্যা হচ্ছিল। নির্যাতিতাদের সঙ্গে কথা বলার পর পুরো ধারণাটা বদলে গিয়েছিল।
প্রযোজক বিপুল শাহ মন্তব্য করেন কিরল রাজ্যের বিরুদ্ধে সিনেমাতে কিছুই দেখানো হয়নি। যে বিষয়টা মূলত ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে জঙ্গিরা। এখানে, মুসলিমদের কোন বিষয় নেই। কেরলের মুখ্যমন্ত্রীকে সিনেমাটি দেখার জন্য অনুরোধ রইল।
৫মে সিনেমাটি কেরালায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। দেখার বিষয় আজ তারিখ 'দ্যা কেরল স্টোরি' আদৌ মুক্তি পায় কিনা।